Skip to main content

Minority child attacked গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা অমুসলিম দুধের শিশুটির - বিস্তারিত



বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম চাকমা-বৌদ্ধ শূন্য করার প্রক্রিয়া চলছে।
এটা অতি দুঃখের যে, হিন্দুরা কিছুতেই এই সত্যটা বুঝতে পারছে না, কোনো এলাকায় মুসলমানরা যতক্ষণ সংখ্যালঘু থাকবে ততক্ষণ তারা ধর্মনিরপেক্ষতার গুণ গাইবে এবং সংখ্যালঘুদের জন্য বিশেষ অধিকার চাইবে। যখনই তারা কোন একটা এলাকায় সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে তখনই সেখানে তারা দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চাইবে।
১৯৪৭ সালে এই পার্বত্য চট্টগ্রাম মুসলমান ছিল কেবল ২ শতাংশ। পাহাড়ি ও জঙ্গল বলে এলাকা ছিল খুব ফাঁকা ফাঁকা। পাকিস্তান আমলে সমতল থেকে মুসলমান ঢোকানো শুরু হল। জনসংখ্যার অনুপাত পাল্টাতে লাগল। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রমের চাকমা ও অন্যান্য জনজাতি নেতারা ঢাকায় তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে দেখা করে আবেদন জানালেন, সেখানকার জনজাতি চরিত্র বজায় রাখার জন্য। শেখ মুজিবর তাদেরকে ধমক দিয়ে বললেন, এখন থেকে বাংলাদেশে অন্য কোনো জাতি - জনজাতি চলবে না। এখন থেকে সবাইকে বাঙালি হতে হবে। অর্থাৎ, পার্বত্য চট্টগ্রামের মুসলমানীকরণ চলবে বাঙালীকরণের নামে।
আজ পার্বত্য চট্টগ্রামে ৬০% মুসলমান, ৪০% চাকমা, ত্রিপুরী, মং ও অন্যান্য জনজাতি।
এরই বিরুদ্ধে ৯০-এর দশকে চাকমারা 'শান্তি বাহিনী' তৈরী করে যুদ্ধ করেছিল। ভারত সরকারের মধ্যস্থতায় চাকমাদের সঙ্গে "শান্তি চুক্তি" স্বাক্ষর করে সেই যুদ্ধ সমাপ্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশ সেই চুক্তির শর্ত না মেনে সেখানে মুসলমান বসানো চালিয়ে যাচ্ছে। ওটাকে তারা সম্পূর্ণ দারুল ইসলাম করেই ছাড়বে।


কিন্তু একথা আপনি বাঁকুড়া-পুরুলিয়ার হিন্দুকে বোঝানোর চেষ্টা করুন। বুঝবে না। সেখানে দলে দলে মুসলমান বিজেপি তে ঢুকবে। বিজেপি নেতারা আনন্দিত হবেন, কিছু বাড়তি ভোট পাওয়া যাবে এই আশায়। ফলে কাশ্মীর, বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামে হিন্দুর উপর অত্যাচারের কোনো প্রতিক্রিয়া তারা দেখাবে না। তাদের কাছে সেখানকার মুসলমানরা ভাল ও ধর্মনিরপেক্ষ।
হিন্দুর এ রোগ সারানোর কোনো উপায়, কোনো ওষুধ এখনো পর্যন্ত কোনো মহাপুরুষ আবিষ্কার করতে পারেনি।


আপনারা কোন মুখে বাঁচার কথা বলেন?
- যতক্ষণ পর্যন্ত না আপনারা ধর্মকর দিতে না জানবেন, ধর্মের জন্য অস্ত্র ধারন করতে না শিখবেন, ভুলে থাকবেন নিজেদের নির্মম ইতিহাস, আত্মরক্ষা থেকে বিস্মৃত হবেন। যতক্ষণ না আপনাদের মেয়েরা আপনাদের অবাধ্য থাকবে, যতক্ষণ আপনারা রক্তপাত এড়িয়ে চলবার জন্য... আমার 'লিমিটেশন' আছে,... এই আত্মপ্রবঞ্চক অজুহাত দেবেন, যতক্ষন না জনসংখ্যা বাড়াবার প্ল্যান না করছেন,.... বিরত থাকছেন কোরান বা বাইবেল অধ্যায়ন থেকে, উঠতে বসতে গরু-গরু করছেন আর অনুসরণ করছেন একশ্রেণী'র ভন্ড গুরু-গোঁসাইদের ;.. ততক্ষণ আপনাদের কিচ্ছু হবে না। হতে পারে না।
আইন শৃঙ্খলা আর প্রশাসনের উপর নির্ভর করে একটা জাতী কখনো বাঁচতে পারে নি... পারবে না। বরং পৃথিবী থেকে মুছে যাবার জন্য আজ থেকেই দিন গুনতে শুরু করে দিন।

-Tapan Ghosh (Hindu Sanghati Founder)




Popular posts from this blog

কেন আত্মহত্যার পথ বেছে নিলেন দীপা, সে রাতে যা ঘটেছিল

ARTICLE   রাজবাড়ীর পাংশা পৌরসভার মৈশালা (পালপাড়া) গ্রামের গৃহবধূ দীপা রানী পাল (২২)। দুই পুত্রসন্তানের জননী। বুধবার (১১ জুন) রাত সাড়ে ৯টা দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার (১২ জুন) ভোরে তিন যুবক দীপা রানী পালকে বাড়িতে রেখে যায়। এর কয়েক ঘণ্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন দীপা।  এ ঘটনার দুইদিন পরে শুক্রবার (১৩ জুন) রাতে দীপা রানীর বাবা বাদি হয়ে পাংশা মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো. সাগর খান, মো. সালাম, মো. মাসুদ ও মো. শাহাদাতের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করেন। পরিবার সূত্রে জানা যায়, মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী মিঠুন পালের সঙ্গে ৬ বছর আগে দীপা রানী পালের বিয়ে হয়। তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্রসন্তান রয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখের ছিল। একমাত্র শাশুড়ি সাধনা রানী পালের সঙ্গে দীপার খুব ভালো সখ্যতা ছিল। তাহলে দীপা রানী কেন আত্মহত্যার পথ বেছে নিলেন?   পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দীপার পিতা বাদী হয়ে মেয়েকে আ...

Kedarnath Helicopter Crash কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা: VIDEO

  🕊️ কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনা: শোকস্তব্ধ জাতি 🕊️ আজ গভীর বেদনার সঙ্গে জানাতে হচ্ছে যে গৌরীকুন্ডের কাছে, কেদারনাথ যাত্রাপথে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় বেশ কয়েকজন তীর্থযাত্রী ও ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনা আমাদের সকলকে স্তব্ধ করে দিয়েছে। হাজার হাজার ভক্ত প্রতিদিন ঈশ্বর দর্শনের উদ্দেশ্যে এই কঠিন যাত্রা করেন—সেই যাত্রাপথেই আজ এমন একটি দুঃখজনক অধ্যায় রচিত হল। CRASH VIDEO 🕯️ আমরা নিহত সকলের আত্মার চিরশান্তি কামনা করি। তাঁদের পরিবার ও স্বজনদের প্রতি জানাই গভীর সমবেদনা। 🙏 সরকার ও উদ্ধারকারী বাহিনী ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতের জন্য হেলিকপ্টার যাত্রায় আরও কঠোর নিরাপত্তা বিধির আহ্বান জানানো হচ্ছে। 📍 স্থান: গৌরীকুন্ড, কেদারনাথ রুট 🗞️ সংবাদ প্রতিবেদন (উদাহরণ): https://www.ndtv.com/india-news/helicopter-crash-near-kedarnath-gaurikund-xxxxx ⚠️ যারা চার ধাম যাত্রায় অংশ নিচ্ছেন, তাঁদের প্রতি অনুরোধ—সব ধরনের সতর্কতা ও নির্দেশিকা মেনে চলুন। নিরাপদ যাত্রা নিশ্চিত হোক সকলের জন্য। #Kedarnath ...

🔴 বাংলাদেশের গোঁড়া মাওলানাদের বোকামির মুখোশ খুলে দিলেন! 🔥 Coca Cola Boycott reality

এই ব্যক্তি বাংলাদেশের গোঁড়া মাওলানাদের বোকামির মুখোশ খুলে দিলেন! 🔥 VIDEO ভিডিওতে তিনি দারুণভাবে দেখালেন কতটা দ্বিমুখী আচরণ!  ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ,শুধু কোকাকোলা হারাম?   কোকে বয়কট করছি "ইহুদিদের পণ্য" বলে, অথচ… ➡️ ফেসবুক ব্যবহার করি ➡️ ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম ➡️ মাইক দিয়ে আজান ➡️ বিদ্যুতে চালিত মসজিদ, এসি, লাইট — সবকিছু! এসব তো সব "ইহুদি" আবিষ্কার, তাই না? তাহলে শুধুমাত্র একটা ২০ টাকার কোক কেন এত চোখে লাগে? 🧠 ধর্ম হোক বিশ্বাসে, দ্বিচারিতায় নয়। 📽️ ভিডিওটা একবার দেখে ভাবুন — ধর্মের নামে ব্যবসা হচ্ছে, না সত্য কথা বলা? #মাওলানা_ভাইরাল #বয়কট_নাকি_বিজ্ঞান #ধর্ম_নয়_ধর্মান্ধতা #চোখ_খুলুন #RealityCheck #BanglaPost শেয়ার করুন