Skip to main content

Posts

Riots against Hanuman Jayanti

হনুমানজয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমার সিউড়ি,  পুলিশের লাঠিচার্জ হনুমান জয়ন্তীর মিছিল করা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি।  পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মিছিলকারীরা। লাঠিচার্জ করল পুলিশ। হনুমান জয়ন্তী উপলক্ষে আজ মিছিল করার জন্য বেশ কয়েকদিন আগে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল হিন্দু  জাগরণ মঞ্চের সদস্যরা। এরপর গত রবিবার রাতে পুলিশের তরফে মঞ্চের সদস্যদের জানানো হয় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও আজ সকালে মঞ্চের সদস্য এবং মিছিলে অংশগ্রহণে ইচ্ছুকরা জমা হন ভারত  সেবাসংঘের সামনে।  পুলিশও হাজির হয় সেখানে। জানিয়ে দেয় কোনওভাবেই মিছিল করতে  দেওয়া হবে না। কারণ পুলিশ ও তথ্য সংস্কৃতি দপ্তর ওই মিছিল করার অনুমতি দেয়নি।  এরপরেই শুরু হয় বচসা। হিন্দু জাগরণ মঞ্চের  সদস্যরা  স্পষ্ট জানিয়ে দেন, অনুমতি ছাড়াই তাঁরা মিছিল  করবেন।  তাদের চাপে প্রথমে পিছু হটে পুলিশ।  শুরু হয় মিছিল।  হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, সিউড়ি  বাসস্ট্যান্ডের  কাছে পৌঁছতেই লাঠিচার্জ করে পুলিশ। ম...

SHRI HANUMAN CHALISHA

II Jai Shree Ram II শ্রী হনুমান চালীসাঃ শ্রীগুরু চরণ সরোজ রজ নিজমনু মুকুরু সুধারি | বরণৌঁ রঘুবর বিমল জসু জো দায়কু ফলচারি || বুদ্ধিহীন তনুজানিকে সুমিরৌ পবন কুমার | বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার || জয় হনুমান জ্ঞান গুণ সাগর | জয় কপীশ তিহু লোক উজাগর ||  1 || রামদূত অতুলিত বলধামা | অঞ্জনি পুত্র পবনসুত নামা || 2 || মহাবীর বিক্রম বজরঙ্গী | কুমতি নিবার সুমতি কে সঙ্গী || 3 || কঞ্চন বরণ বিরাজ সুবেশা | কানন কুণ্ডল কুঞ্চিত কেশা ||  4 || হাথবজ্র ও ধ্বজা বিরাজে | কাঁথে মূঞ্জ জনেউ সাজে || 5|| শংকর সুবন কেসরী নন্দন | তেজ প্রতাপ মহাজগ বন্দন || 6 || বিদ্যাবান গুণী অতি চাতুর | রাম কাজ করিবে কো আতুর || 7 || প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া | রামলখন সীতা মন বসিয়া || 8|| সূক্ষ্ম রূপধরি সিঁয়হি দিখাবা | বিকট রূপধরি লংক জরাবা || 9 || ভীম রূপধরি অসুর সংহারে | রামচন্দ্র কে কাজ সঁওয়ারে ||  1০ || লায় সজীবন লখন জিয়ায়ে | শ্রী রঘুবীর হরষি উঠলায়ে || 11 || রঘুপতি কীনহী বহুত বড়ায়ী | তুম মম প্রিয় ভরতহি সম ভায়ী || 12 || সহস বদন তুমহেরো য়শ গাবে | অস কহি শ্রীপতি কণ্ঠ লগাবে || 13 ...