হনুমানজয়ন্তীর মিছিল ঘিরে ধুন্ধুমার সিউড়ি, পুলিশের লাঠিচার্জ হনুমান জয়ন্তীর মিছিল করা নিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মিছিলকারীরা। লাঠিচার্জ করল পুলিশ। হনুমান জয়ন্তী উপলক্ষে আজ মিছিল করার জন্য বেশ কয়েকদিন আগে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। এরপর গত রবিবার রাতে পুলিশের তরফে মঞ্চের সদস্যদের জানানো হয় মিছিলের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু তা সত্ত্বেও আজ সকালে মঞ্চের সদস্য এবং মিছিলে অংশগ্রহণে ইচ্ছুকরা জমা হন ভারত সেবাসংঘের সামনে। পুলিশও হাজির হয় সেখানে। জানিয়ে দেয় কোনওভাবেই মিছিল করতে দেওয়া হবে না। কারণ পুলিশ ও তথ্য সংস্কৃতি দপ্তর ওই মিছিল করার অনুমতি দেয়নি। এরপরেই শুরু হয় বচসা। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন, অনুমতি ছাড়াই তাঁরা মিছিল করবেন। তাদের চাপে প্রথমে পিছু হটে পুলিশ। শুরু হয় মিছিল। হিন্দু জাগরণ মঞ্চের অভিযোগ, সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে পৌঁছতেই লাঠিচার্জ করে পুলিশ। ম...
The Voice of Arya Sanatans